সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া (Reza Kibria) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে (BNP) যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)-এর হাতে ফুল তুলে দিয়ে তিনি দলে যোগ দেন।
দলে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, “বিএনপির ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশের গণতন্ত্র রক্ষা করেছে বিএনপি। একবার শেখ মুজিবের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে বাঁচিয়েছেন, আরেকবার জেনারেল এরশাদের সময় সেটা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। নতুন দেশ গড়ার পথে তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।”
রেজা কিবরিয়া জানান, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ইতিমধ্যেই ২২৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও, হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে—যা তার প্রার্থিতার ইঙ্গিত বলেই ধরে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
সেসময় রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে দল বিভক্ত হলে তিনি নুরুল হক নুরের সঙ্গে গঠন করেন গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad), যেখানে আহ্বায়ক ছিলেন। কিন্তু সেখানে দল আবার বিভক্ত হলে তিনি গঠন করেন ‘আমজনতার দল’ এবং সেখানেও প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
বহু রাজনৈতিক মঞ্চ পেরিয়ে এবার রেজা কিবরিয়ার আনুষ্ঠানিক বিএনপি যাত্রাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অন্যতম মুখ হয়ে উঠতে পারেন তিনি।


