হেফাজতে ইসলাম বাংলাদেশের (Hefazat-e-Islam Bangladesh) -এর আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী (Shah Muhibullah Babunagari) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন (BNP Chairperson) খালেদা জিয়ার (Khaleda Zia) সুস্থতা কামনায় আয়োজন করলেন কোরআন খতম ও বিশেষ দোয়ার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনের পেছনে ছিলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর (Sarwar Alamgir)।
দোয়া মাহফিলে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “দেশের এই কঠিন সময়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য অত্যন্ত জরুরি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন।” তিনি স্মরণ করিয়ে দেন, খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীই নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি আলেম-ওলামাদের ভালোবাসতেন।
বাবুনগরী অভিযোগ করেন, ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়া আপসহীনভাবে লড়াই করে গেছেন। তিনি বলেন, “মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে, নানা প্রোপাগান্ডার শিকার হয়েছেন। কিন্তু দেশপ্রেমিক জনগণের জন্য তার সংগ্রাম এক অনুপ্রেরণা।”
সরওয়ার আলমগীর বলেন, “দেশের এই ক্রান্তিকালে খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রধান স্তম্ভ। তার সুস্থতাই দেশের মানুষের প্রত্যাশা।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা, যারা খালেদা জিয়ার আরোগ্য কামনায় অংশগ্রহণ করেন আন্তরিকতা ও আবেগ নিয়ে। পুরো আয়োজনটি রাজনৈতিক বক্তব্যের চেয়ে একটি মানবিক ও আধ্যাত্মিক আহ্বানে রূপ নেয়।


