মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ সহায়তা দেবে সরকার

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) জানান, মর্মান্তিক এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে ৩৬ জনের পরিবারকে ২০ লাখ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি আহত প্রত্যেককে দেওয়া হবে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা।

প্রেস সচিব আরও বলেন, যেসব আহত ব্যক্তি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করছেন, তাদের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে প্রতিটি আহত ব্যক্তিকে দেওয়া হবে বিশেষ নিবন্ধন কার্ড, যার মাধ্যমে তারা সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

বার্তাবাজার/এমএইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *