স্কুলে লটারি ভিত্তিক ভর্তির সমালোচনায় সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতির ব্যবহারকে ‘উদ্ভট’ এবং ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম (Sarzis Alam)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ মন্তব্যে এ ধরনের ভর্তি প্রক্রিয়া থেকে দ্রুত সরে আসার আহ্বান জানান।

স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, লটারির মতো ‘উদ্ভট সিস্টেমে’ ভর্তি চালু রাখা শিক্ষার স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করে। তার ভাষায়, “মেধা এবং প্রতিযোগিতার কদর না থাকলে অঙ্কুরে শিশুরা পড়াশোনা বিমুখ হয়ে উঠবে।”

তিনি আরও যুক্ত করেন, দিনশেষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কারিকুলাম, এমনকি চাকরিতে নিয়োগ—সব ক্ষেত্রেই মেধাভিত্তিক প্রতিযোগিতাই মূল বাস্তবতা। তাই শিক্ষাজীবনের একেবারে শুরুতেই তার বিপরীতধর্মী কোনো পদ্ধতি ব্যবহারের যৌক্তিকতা তিনি খুঁজে পাননি।
এই প্রশ্ন তুলেই তিনি লেখেন, “তাহলে শিক্ষাজীবনের শুরুতে এই বাস্তবতা বিমুখ প্রক্রিয়া অনুসরণ করা হয় কেন?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *