ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামলেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (Asif Mahmud Sojib Bhuiya)। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি নির্বাচনী প্রচারণা শুরুর পাশাপাশি জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ভিডিওতে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের সামনে ভবিষ্যৎ নির্ধারণের নতুন সুযোগ এসেছে। তাঁর ভাষ্যে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও তা মোটেও অসম্ভব নয়। তিনি উল্লেখ করেন, এটি কোনো পুরোনো বিভাজনের রাজনীতি নয়; বরং নাগরিক-কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা এখন অত্যন্ত জরুরি। সেই লড়াই সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

বার্তায় আসিফ মাহমুদ আরও বলেন, মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ তাঁর এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা। তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামারগীরচরের একটি অংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর কথায়, কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা না থাকলেও অসংখ্য নিবেদিত কর্মী তাঁর পাশে রয়েছে।

নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, চলমান ব্যবস্থায় প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় অর্থ তাঁর নেই; তাই জনগণের সহযোগিতা ও সমর্থনই তাঁর একমাত্র শক্তি। তিনি জানান, তিনি শুধু সংসদ সদস্য প্রার্থী নন, একইসঙ্গে গণভোটেরও প্রার্থী। বহু প্রাণের বিনিময়ে দেশের সংস্কারের যে সুযোগ এসেছে, সেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr Muhammad Yunus)-এর সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তিনি পদত্যাগপত্র জমা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *