গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে

গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi)কে শেষ পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান (Brigadier General Md Asaduzzaman)।

তিনি জানান, হাদির মাথায় গুলির আঘাত রয়েছে। একই সঙ্গে তার বুকে এবং পায়ের দিকেও আঘাত পাওয়া গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যাওয়ার কারণেও হতে পারে। ঢামেকে একটি প্রাথমিক সার্জারি সম্পন্ন করার পর তার শারীরিক অবস্থার প্রেক্ষিতে তাকে এভারকেয়ারে নেওয়ার সিদ্ধান্ত পরিবার থেকেই আসে।

হাসপাতাল পরিচালক বলেন, “পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে স্থানান্তরের ব্যবস্থা করছি। শুরুতে তারা সিএমএইচে নেওয়ার কথা বলেছিল, কিন্তু পরে মত পরিবর্তন করে এভারকেয়ারেই নেয়ার অনুরোধ জানায়। আমরা সে অনুযায়ী এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা প্রস্তুত রয়েছে।”

এদিকে ঢাকার পল্টন এলাকায় ঘটে যাওয়া এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই তিনি এই হামলাকে “নৃশংস” বলে আখ্যায়িত করেন।

তারেক রহমান বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।” একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের—বিশেষ করে ছাত্রদলসহ মাঠের কর্মীদের—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে হামলাকারীদের শনাক্ত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *