মির্জা ফখরুলের ঘোষণা: ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।

ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত দেশে ফেরার দিন অবশেষে নির্ধারিত হয়েছে। তিনি জানান, “আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। আমরা দলের পক্ষ থেকে, দেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে তার এই আগমনকে গভীরভাবে স্বাগত জানাই। আনন্দের সঙ্গে এই সংবাদ জাতির সামনে তুলে ধরছি।”

সংবাদ সম্মেলনে তিনি আরও মন্তব্য করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও গণতন্ত্রের পথে সৃষ্ট নানা বাধা তারেক রহমান দেশে ফিরলে অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে দলের বিশ্বাস। তার ভাষ্য, “আজকে গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছিল, আমাদের ধারণা—তারেক রহমান সাহেব দেশে ফিরে এলেই সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে।”

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। পরের বছর কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবার যুক্তরাজ্যে যান এবং তারপর থেকেই তিনি সে দেশেই অবস্থান করছেন।

এরই মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে গত বছরের ৫ আগস্ট, যখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলায় সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এসব পরিবর্তনের পর থেকেই তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

বিএনপি নেতারা গত কয়েক মাস ধরে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার ইঙ্গিত দিলেও এতদিন কেউ সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। এবার প্রথমবারের মতো নির্দিষ্ট তারিখ জানালেন মহাসচিব মির্জা ফখরুল, যা দলের ভেতরে-বাইরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *