৫০টি ছবি বিশ্লেষণে উঠে এলো, হামলাকারী আদাবর থানা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্যা ডিসেন্ট জানিয়েছে, ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে জানা গেছে, ওসমান হাদির ওপর গুলি করা ব্যক্তির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

ইনকিলাব কালাচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক/ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক একাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেইজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করেছে দ্যা ডিসেন্ট।

বিশ্লেষণের পর সংবাদমাধ্যমটি বলছে, ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদমাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে।

ফয়সাল করিম মাসুদের একাধিক ছবি ২টি ফেইস ডিটেকশন অ্যাপে তুলনামূলকভাবে যাচাই করেছে দ্যা ডিসেন্ট। এতেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে।

এ ছাড়া গুলিরবর্ষণকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল মাসুদ করিমের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডিসেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *