৬৪ হাজার মামলার ভয় দেখিয়েও আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি আমির হামজা বলেছেন, আমি আমার জন্মদাতা পিতা ও রাজনৈতিক পিতার কাছ থেকে দোয়া নিয়ে রাস্তায় কাজ শুরু করেছি। যতক্ষণ নিঃশ্বাস আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় কাজ করে যাব। আমাকে মেরে না ফেললে আমার বিরুদ্ধে মামলা দিয়েও নির্বাচনের পথ থেকে সরানো যাবেনা। আমি আয়না ঘরে ও ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম অনেক বছর।


