আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।”
তিনি জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার কেবল বাংলাদেশের জনগণের। তারা যাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।”
ক্রিস্টেনসেন জানান, “নির্বাচন নিয়ে আমাদের আলোচনা হয়েছে সরকারের প্রস্তুতি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বাংলাদেশি জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং সেই সিদ্ধান্তকেই আমরা সম্মান জানাবো।”
গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছিলেন, এবারের নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি তার কথায় অত্যন্ত উৎসাহ পেয়েছি।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন নিয়ে আমি অত্যন্ত উৎসাহিত। আশা করি দেশের সব ভোটার তাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন এবং নির্বাচন হবে শান্তিপূর্ণ ও সফল।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ।


