নর্থ সাউথের সামনে হামলার ঘটনায় ছাত্রদলের কোনো দোষ নেই: আহত শিক্ষার্থী

জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল (Chhatra Dal) কোনোভাবেই দায়ী নয় বলে মন্তব্য করেছেন হামলায় আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (North South University) শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হামলার বিবরণ

মো. মুশতাক তাহমিদ জানান, “গতকালের ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আহমেদ শাকিল আমাকে ছুরিকাঘাত করে এবং মাসরুর মাথায় কামড় দেয়। তবে এই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেউ জড়িত ছিলেন না।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, এই ঘটনায় ছাত্রদলের কোনো দোষ নেই। ব্যক্তির অপকর্মের দায় কখনো সংগঠনের হতে পারে না। আমাকে ছুরিকাঘাত করা আহমেদ শাকিল ছাত্রদলের নেতা হতে পারে না, সে সন্ত্রাসী। আমি কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানাই, আপনারা শাকিলের দায় নেবেন না।”

থানা মামলা নেয়নি: মুশতাকের অভিযোগ

আহত শিক্ষার্থী মুশতাক তাহমিদ অভিযোগ করেন যে, “ভাটারা থানার ওসি মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।” তিনি বলেন, “গতকাল যখন আমার শুভাকাঙ্ক্ষীরা মামলা করতে যান, তখন আহমেদ শাকিল থানায় উপস্থিত ছিল। সে জানায়, তার নামে এর আগেও বহু মামলা হয়েছে, এতে তার কিছু যায় আসে না। এরপর থানার ওসি জানায়, ওপর থেকে নির্দেশ থাকায় মামলা নেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগ (Chhatra League) এখন দৃশ্যমান না থাকলেও তারা বিভিন্ন দলের ব্যানারে ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।”

৭২ ঘণ্টার আল্টিমেটাম

মুশতাক তাহমিদ জানান, “আজকের কর্মসূচিতে বিক্ষোভ ও মানববন্ধনের পরিকল্পনা ছিল। তবে রমজান মাস ও মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *