‘মঙ্গল শোভাযাত্রা নামে কিছু করা যাবে না’

নববর্ষ উদযাপন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (Mufti Syed Muhammad Faizul Karim) বলেছেন, বাংলা নববর্ষের আয়োজন শালীনতা ও ঐতিহ্য সমর্থিত পন্থায় হতে পারে; তবে ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘মঙ্গল’ ধারণা ইসলামবিরোধী এবং গুনাহের পথে নিয়ে যেতে পারে।

মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি

বুধবার (৯ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নববর্ষে যাত্রা করলে তাতে ‘মঙ্গল’ হবে—এই বিশ্বাস বা ধারণা ইসলামে গ্রহণযোগ্য নয়। এ কারণে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই কোনো আয়োজন হওয়া উচিত নয়। ‘মঙ্গল’ শব্দটি ও তার অন্তর্নিহিত বিশ্বাস সম্পূর্ণরূপে বর্জনের দাবি জানান তিনি।

নববর্ষ, কৃষি ও ইতিহাসের সম্পর্ক

তিনি বলেন, বাংলা নববর্ষ ঋতু নির্ভর একটি সাংস্কৃতিক ঘটনা। কৃষিকাজ, ব্যবসা ও সামাজিক আচার অনুষ্ঠানের সাথে এই সনের গভীর সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, বাদশাহ আকবর ইসলামী বর্ষপঞ্জিকে (Islamic Calendar) ভিত্তি ধরেই সৌর পদ্ধতির বাংলা সন চালু করেন। এই সনের প্রবর্তনের পেছনে মুসলিম ঐতিহ্য জড়িত বলে দাবি করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) প্রতি আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, এই প্রতিষ্ঠান এই অঞ্চলের মুসলিমদের স্বার্থে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই নববর্ষ উদযাপনের সময় ‘মঙ্গল’ শব্দ ও মূর্তিসহ ইসলামবিরোধী উপাদান বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে দেশীয় ইতিহাস-ঐতিহ্য অনুযায়ী ইসলামসমর্থিত উপকরণ ব্যবহারের পরামর্শ দেন।

ফ্যাসিবাদ ও সাংস্কৃতিক লড়াই প্রসঙ্গে মন্তব্য

তিনি সতর্ক করেন, পতিত ফ্যাসিবাদের চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক লড়াই যদি অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে চালু থাকে, তবে তা শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh) তা মেনে নেবে না। নববর্ষে হিন্দুত্ববাদী প্রতীক, ধারণা ও উপাদানগুলো বর্জনের মাধ্যমে এ লড়াইয়ের অবসান ঘটাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *