প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বিএনপির (BNP) শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ঠিক দুপুর ১২টা নাগাদ বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা রাজধানীর যমুনায় অবস্থিত ইউনূসের কার্যালয়ে প্রবেশ করতে শুরু করেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ (Salah Uddin Ahmed) একই গাড়িতে করে বৈঠকস্থলে পৌঁছান। তাদের আগে সেখানে উপস্থিত হন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas), ইকবাল হাসান মাহমুদ টুকু (Iqbal Hasan Mahmud Tuku) সহ আরও কয়েকজন শীর্ষ নেতা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন, ড. ইউনূসের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জমির উদ্দিন সরকার (Barrister Jamir Uddin Sircar), নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan), আমির খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury), মির্জা আব্বাস, টুকু ও সালাহ উদ্দিন আহমেদ।

বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারের আরও কয়েকজন উপদেষ্টাও যোগ দেন বলে জানা গেছে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। তবে বৈঠকে কী আলোচনা হচ্ছে বা কী সিদ্ধান্ত আসছে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

নির্বাচনের আগে এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউনূসের সঙ্গে বিএনপির এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক বিরোধী দলগুলোর কৌশলগত প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলেও অনেকে মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *