সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ, তার পর প্রেম, আর শেষ পর্যন্ত ভয়াবহ এক খুন—এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের ভিওয়ানি (Bhiwani), হরিয়ানায়। ইউটিউবার রবিনা ও তার প্রেমিক সুরেশের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছিল। কিন্তু সেই সম্পর্ক ভালভাবে নিতে পারছিলেন না রবিনার স্বামী প্রবীণ। প্রায়ই ঝগড়া হতো স্বামী-স্ত্রীর মধ্যে।
২৫ মার্চ রাতে অবস্থা চরমে পৌঁছায়। প্রবীণ হঠাৎ তাদের ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। এরপরই ঘটনার মোড় নেয় ভয়ঙ্কর দিকে। অভিযোগ, সেই রাতেই রবিনা (Rabina) ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্বামী প্রবীণকে খুন করেন। তারপর মরদেহ লুকাতে সহায়তা করেন প্রেমিক সুরেশ।
খুন করার পরও রাতটা থেমে থাকেনি। পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিক সুরেশ (Suresh) ও রবিনা পুরো রাত শহরে ঘুরে বেড়িয়েছিলেন একটি বাইকে করে, মাঝখানে ছিল প্রবীণের নিথর দেহ! ওই বাইকের যাত্রার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ফুটেজে দেখা যায়, ২৬ মার্চ রাত ১২টা ৩০ মিনিটে তিনজন একটি বাইকে চড়ে বেরিয়ে পড়েন। কিন্তু ফেরার সময় বাইকে ছিলেন কেবল দু’জন—রবিনা ও সুরেশ।
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে এবং তাদের জেরা শুরু করে। পুলিশের জেরার মুখে অবশেষে রবিনা ও সুরেশ নিজেদের দোষ স্বীকার করে নেন।
প্রবীণের পরিবার সূত্রে জানা গেছে, ভিওয়ানির ওই বাড়িতে তারা ছয় বছরের ছেলেকে নিয়ে থাকতেন। রবিনা ইনস্টাগ্রামে ৩০ হাজার অনুসারীর একটি জনপ্রিয় মুখ। রিল ও ভিডিও বানিয়ে পোস্ট করতেন নিয়মিত। পরিবার নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়েই নাকি পরিবার থেকে দূরে সরে যান তিনি—এমন অভিযোগ ছিল স্বামী প্রবীণের।
পরিবার ও অনলাইন জীবনের টানাপোড়েন থেকেই কি জন্ম নিয়েছিল এই নৃশংসতা? নাকি এর পেছনে আরও কোনো অজানা গল্প লুকিয়ে আছে? পুলিশের তদন্ত চলছে।