কুবিতে ছাত্রসংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ: শহীদ ওয়াসিমের নামে ছাত্রদলের বাইক সার্ভিস – ছাত্রশিবিরের তথ্যকেন্দ্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় ব্যতিক্রমী এবং প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে দুই প্রধান ছাত্রসংগঠন। শিক্ষার্থীদের দ্রুত ও সঠিকভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সহায়তা করতে শহীদ ওয়াসিমের নামে তথ্যকেন্দ্র চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির (Islami Chhatra Shibir) এবং একই নামে বাইক সার্ভিস চালু করেছে ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)।

সহজ যাত্রায় শহীদ বাইক সার্ভিস
কুবি ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জানান, “শহীদ ওয়াসিম বাইক সার্ভিস চালুর প্রধান উদ্দেশ্য হলো পরীক্ষার্থীরা যেন জ্যামে পড়ে দেরি না করে এবং কেউ ভুল কেন্দ্রে না যায়। তাদের সময়মতো এবং নিরাপদে কেন্দ্রে পৌঁছানোই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, “শুধু শহীদ ওয়াসিম নয়, শহীদ জিয়া ও তারেক রহমানের নামেও বাইক সার্ভিস চালু রয়েছে, যাতে আমাদের স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা দিতে পারে।”

তথ্য ও তৃষ্ণা—সবই শহীদদের নামে
অন্যদিকে, ছাত্রশিবিরের কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “আমরা আমাদের শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখেই তাদের নামে ছয়টি তথ্যকেন্দ্র স্থাপন করেছি। এ উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শহীদদের স্মৃতি ছড়িয়ে দিতে চেয়েছি।”

তিনি আরও জানান, “আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতেই আমরা ‘মীর মুগ্ধ পানি কর্নার’ চালু করেছি, যেন অভিভাবকরা গরমে কষ্ট না পান।”

স্মরণে শহীদ ওয়াসিম
প্রসঙ্গত, শহীদ ওয়াসিম ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ২০২৩ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। ভর্তি পরীক্ষার সময়ে এমন মানবিক সহায়তা পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *