দেশে চলমান অর্থনৈতিক বাস্তবতায় অল্প সময়ের মধ্যে সব ধরনের কাঙ্ক্ষিত সংস্কার সম্পূর্ণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (Dr. Salehuddin Ahmed)। তিনি বলেন, বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করছে, তবে এই অল্প সময়েও কিছু গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করা হবে, যা ভবিষ্যতের রাজনৈতিক সরকার অনুসরণ করতে পারবে।
শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটি (North South University) আয়োজিত ‘Empowering Bangladesh: Pathway to Leadership, Unity and Growth’ শীর্ষক এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “আমরা জানি আমাদের সময় সীমিত। কিন্তু আমরা দায়িত্বে থাকা সময়ের মধ্যেই এমন কিছু কাজ শুরু করতে চাই, যাতে দেশের অর্থনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি হয়। দীর্ঘমেয়াদে আইনি সংস্কার এবং গভীর কাঠামোগত পরিবর্তন অবশ্যই নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “দেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে অনেক অগ্রগতি হয়েছে এবং এটা সন্তোষজনক। বাংলাদেশ ৫৩ বছরের বেশি সময় ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও আমরা কিছু না কিছু মাইলফলক অর্জন করেছি, যা অবশ্যই প্রশংসনীয়।”
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের বর্তমান অগ্রগতি কোনো একক সরকারের সাফল্য নয়, বরং এটি ধারাবাহিক সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা পেয়েছি। এখন আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার পথে রয়েছি। এই উত্তরণ আমাদের অর্থনৈতিক সক্ষমতার স্বীকৃতি।”
সংলাপের শেষে অর্থ উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই কিছু প্রাথমিক সংস্কার বাস্তবায়িত হলে, তা ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের ভিত গঠনে ভূমিকা রাখবে।