কিশোরগঞ্জে গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল বের করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন স্থানীয় যুবলীগ নেতা মো. রবিন। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে করা এই আচমকা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে রবিনকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা।
ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিন উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার বাসিন্দা রজব আলীর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে, তখন ১৫-২০ জনের একটি দল মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় হঠাৎ মিছিল বের করে। মিছিলে তারা একটি ব্যানারে লেখা রাখে—“আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ”। এই মিছিলে রবিন মেম্বার নেতৃত্ব দেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনার ভিডিওটি জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন রবিবার দুপুর ২টা ৪৩ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে বিএনপি ও স্থানীয় বিরোধীপক্ষ দাবি করেছে, রবিন দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখল ও প্লট ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অভিযোগ, ক্ষমতার দাপটে তিনি সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে লাভবান হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, “প্রশাসন যদি তৎপর না থাকে তাহলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের এখনই রুখতে হবে।”
এ প্রসঙ্গে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রবিন মেম্বারের নেতৃত্বেই এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলারও সন্দেহভাজন আসামি। সোমবার তাকে আদালতে তোলা হবে।
ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট, ব্যক্তি স্বার্থ আর সামাজিক উত্তেজনা মিলে পুরো ঘটনা এলাকায় তীব্র আলোড়ন তুলেছে। মিছিলের আকস্মিকতা এবং কালো কাপড় বেঁধে বিক্ষোভের এই ব্যতিক্রমী কৌশল নতুন প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে।