প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে দেশজুড়ে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (Engineer Ishraq Hossain)।
সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই গ্রেপ্তার হয়েছে, আর কেও বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে।”
ইশরাক হোসেন আরও জানান, যদি কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করার কোনো খবর শোনা যায়, তবে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে থানাগুলো ঘেরাও করা হবে।
এই হত্যাকাণ্ডে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiotabadi Chhatra Dal) একদিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সন্ত্রাসীদের হাতে। তিনি ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের ছাত্র ও ছাত্রদলের সক্রিয় কর্মী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার (২১ এপ্রিল) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তারা দেশের সব ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যেন এই কর্মসূচি সুশৃঙ্খলভাবে এবং যথাযথভাবে বাস্তবায়ন করা হয়।
প্রসঙ্গত, পারভেজ হত্যাকাণ্ড নিয়ে ইতোমধ্যেই ছাত্র মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের একাংশ বলছে, ‘একজন ছাত্রনেতাকে যেভাবে খুন করা হয়েছে, তা শুধু একজনের ওপর হামলা নয়—এটা গোটা ছাত্র সমাজের ওপর আঘাত।’
এ ঘটনার যথাযথ তদন্ত ও বিচার দাবি করে পারভেজের পরিবার, সহপাঠী এবং রাজনীতিকরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।