২৪ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ফাঁসছেন গান বাংলার তাপস

দেশের প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস (Koushik Hossain Taposh)-এর মালিকানাধীন প্রতিষ্ঠান ওএমজি কমিউনিকেশন (One More Zero Communication) সরকারের কাছে ২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে উঠে এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নিরীক্ষা প্রতিবেদনে। এই প্রতিষ্ঠানটির অধীনেই তাপস গড়ে তুলেছিলেন দেশের প্রথম ২৪ ঘণ্টার সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলা (Gaan Bangla)।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দীর্ঘ চার বছরের নিরীক্ষায় দেখা যায়, ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি ৪ কোটি ৮ লাখ টাকারও বেশি ভ্যাট পরিশোধ করেনি। ভ্যাট আইন অনুযায়ী এর ওপর প্রযোজ্য সুদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি টাকা। ফলে ভ্যাট ও সুদ মিলে এ সময়কালের জন্য পরিশোধযোগ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৯৩ লাখ টাকার বেশি।

এছাড়াও পরবর্তী সময়গুলোতেও প্রতিষ্ঠানটি উৎসে ভ্যাট বাবদ ৯ কোটি ৩২ লাখ টাকা এবং স্থাপনার ভাড়ার বিপরীতে প্রায় এক লাখ টাকা ফাঁকি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় দফার নিরীক্ষায়ও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন করে আরও প্রায় ৫ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। সবমিলিয়ে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৪১৬ টাকা।

ভ্যাট গোয়েন্দা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘কালবেলা’কে জানান, “প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল। আমরা কমিশনারেটকে চিঠি দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।” সংশ্লিষ্ট কমিশনারেট ইতিমধ্যে প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে।

মোহাম্মদ নেয়াজুর রহমান (Mohammad Neyazur Rahman), ভ্যাট কমিশনার (ঢাকা উত্তর) বলেন, “ওএমজি কমিউনিকেশনকে শুনানির জন্য তলব করা হয়েছে। শুনানির পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ওএমজি কমিউনিকেশনের এমডি কৌশিক হোসেন তাপস বর্তমানে কারাগারে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারজানা মুন্নী (Farzana Munny) জানিয়েছেন, “আমরা সবসময় নিয়ম মেনে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করেছি। ২৪ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ এই প্রথম শুনলাম।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যতদিন প্রতিষ্ঠানটি পাওনাকৃত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেবে, ততদিন সুদের হিসাব চলবে এবং পুরো অর্থ আদায়ের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *