ছাদবাগান করলেই মিলবে কর রেয়াত, ঢাকাবাসীর জন্য ডিএনসিসির নতুন প্রণোদনা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকাবাসীর জন্য এবার পরিবেশবান্ধব এক উদ্যোগের ঘোষণা এসেছে। বাড়ির ছাদ বা আঙিনায় বাগান করলে মিলবে হোল্ডিং করের ওপর ৫ শতাংশ রেয়াত—এমনটাই জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ (Mohammad Ejaz)।

বুধবার (৩০ এপ্রিল) ডিএনসিসির ষষ্ঠ করপোরেশন সভায় এই ঘোষণা দেন প্রশাসক। তিনি বলেন, সবুজায়ন বাড়াতে এবং বাসযোগ্য নগরী গঠনে ছাদবাগান একটি কার্যকর উদ্যোগ। এজন্য যেসব নাগরিক তাদের বাড়ির ছাদ ও আঙিনায় বাগান করবেন, তাদের হোল্ডিং কর থেকে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

এছাড়া সভায় জানানো হয়, আগামী ১১ মে থেকে শুরু হতে যাচ্ছে ‘ট্যাক্স মেলা’। ঢাকাবাসী যেন সহজেই কর প্রদান করতে পারেন, সেই লক্ষ্যেই আয়োজনটি করা হচ্ছে। করদাতারা মেলায় সরাসরি গিয়ে কর পরিশোধ করতে পারবেন এবং একাধিক রেয়াত সুবিধাও নিতে পারবেন।

সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়—বিগত সরকারের সময়ে নামকরণ হওয়া কয়েকটি স্থাপনার নাম পরিবর্তন। নতুন নাম অনুযায়ী:
– বনানীর ‘শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ’।
– ‘মধুবাগের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্স’-এর পরিবর্তিত নাম এখন ‘মধুবাগ কমিউনিটি সেন্টার’।
– ‘কালশীর হারুন মোল্লাহ ফ্লাইওভার’-এর নতুন নাম হয়েছে ‘কালশী ফ্লাইওভার’।

এই করপোরেশন সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান (Abu Sayeed Md. Kamruzzaman), প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন (Brig Gen Md. Moin Uddin), প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী (Brig Gen Imrul Kayes Chowdhury) এবং সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

নগরবাসীর মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিএনসিসির এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নগর উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *