বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান](https://tazakhobor.com/tag/এ-এল-এম-ফজলুর-রহমান) (Major General (Retd.) A L M Fazlur Rahman)–এর সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়ে শুরু হওয়া বিতর্কের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো বর্তমান অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (৩০ এপ্রিল) রাতে একটি ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় জানিয়েছেন—সরকার এই মন্তব্যের সাথে কোনোভাবেই একমত নয়।
প্রেস সচিবের ভাষ্যমতে, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং সকল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে গভীরভাবে সম্মান করে। তিনি বলেন, “আমরা অন্যদের কাছ থেকেও একই ধরণের সম্মান প্রত্যাশা করি।”
এর আগে মেজর জেনারেল (অব.) ফজলুর রহমান তার ফেসবুক পোস্টে বলেন, “ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেয়া। এ বিষয়ে চীনের সাথে যৌথ সামরিক চুক্তির আলোচনা শুরু করাও প্রয়োজন।”
এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে বিষয়টিকে ‘উস্কানিমূলক’ ও কূটনৈতিকভাবে ‘দায়িত্বহীন’ মন্তব্য বলেও অভিহিত করেছেন। ফলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান তুলে ধরতে হয়।
প্রেস সচিব আরও বলেন, “এটি সম্পূর্ণভাবে তার (ফজলুর রহমানের) ব্যক্তিগত অভিমত। এটি সরকারের মতামত নয় এবং একে সরকার সমর্থনও করে না।”
তিনি জোর দিয়ে বলেন, “মেজর জেনারেল ফজলুর রহমানের মতামতকে সরকারের অবস্থান বলে ধরে না নেয়ার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সাবেক সামরিক কর্মকর্তার এমন মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক শিষ্টাচার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন স্পর্শকাতর সময়ে দায়িত্বশীলদের বক্তব্য আরও সতর্ক এবং রাষ্ট্রীয় নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।