“বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র”—গয়েশ্বর চন্দ্র রায়

“বিএনপি ও গণতন্ত্র এক ও অভিন্ন”—এমন মন্তব্য করে ক্ষমতাসীনদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন গয়েশ্বর চন্দ্র রায় (Goyeshwar Chandra Roy), বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য। বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, “গণতন্ত্র ফেরাতেই আমাদের ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে, তবে এখনও গণতন্ত্র আলোর মুখ দেখেনি, বরং চোরাবালিতে আটকে আছে।” তার মতে, দেশে এখনো একটি অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসন টিকে আছে, যা জনগণের অধিকার হরণ করছে।

তিনি জোর দিয়ে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে হয়েছে এবং সে জন্য হাসিনাকে তাড়ানোর প্রক্রিয়ায় আমরা অংশ নিয়েছি। কিন্তু গণতন্ত্র এখনো মুক্ত হয়নি। পরিবর্তন অবশ্যই হবে, এবং তারেক রহমান (Tarique Rahman)-এর নেতৃত্বে গণতন্ত্র আবারও আলোর মুখ দেখবে।”

গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশে বলেন, “আমাদের অপরাধ একটাই—আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের ভোটাধিকার চাই। সরকার আমাদের সেই দাবিকে দমন করতে চাইছে। অথচ সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা চাইলে নির্বাচনের মাধ্যমেই আমাদের মোকাবিলা করা হোক। যদি জনগণ আমাদের প্রত্যাখ্যান করে, আমরা তা মাথা পেতে নেব।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রের পরিবর্তে দমননীতির পথ বেছে নিয়েছে, যা দেশের রাজনৈতিক ভারসাম্যকে বিপন্ন করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *