প্রায় ১২ বছর ধরে নিখোঁজ থাকা বিএনপি (BNP) নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গ্রেপ্তারের উদ্দেশ্যে তল্লাশি চালানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলায়েন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগ এলাকায় মুলতুবি ওয়ারেন্ট তামিল করতে যায় তেজগাঁও থানার একটি পুলিশ দল, এসআই আকরাম হোসেনের নেতৃত্বে। ঘটনাক্রমে তারা গিয়ে হাজির হয় নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ওই দলের সদস্যরা সদ্য নিয়োগপ্রাপ্ত হওয়ায় তারা জানতেন না, এ বাসাটি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা সুমনের পরিবারভুক্ত।
ডিএমপি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে এবং বলেছে, তারা পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের শিকার প্রত্যেক পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তৎকালীন ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। তাকে ফিরে পেতে তার বোন সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছেন।
সানজিদা ইসলাম তুলি জানান, তারা প্রায়ই হয়রানির শিকার হয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলে টার্গেটেড গুমের শিকার হয়ে নিখোঁজ হওয়ার পরও পুলিশ আবারও ওয়ারেন্ট নিয়ে এসে এমন ঘটনা ঘটাবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। তার কথায় ফুটে উঠেছে হতাশা ও ক্ষোভ—সরকার পরিবর্তন হলেও নিখোঁজ পরিবারগুলোর ভোগান্তির যেন কোনো শেষ নেই।