ভারতের জনপ্রিয় এয়ারলাইনস ইন্ডিগো (IndiGo)–এর একটি যাত্রীবাহী বিমান মাঝআকাশে প্রবল ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েছে। বুধবার (২১ মে) ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পরেই ভয়াবহ আবহাওয়ার মুখে পড়ে বিমানের সামনের অংশ, অর্থাৎ ‘নাক’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীনগর বিমানবন্দর (Srinagar Airport) কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে শ্রীনগরে অবতরণ করতে সক্ষম হয়। অবতরণের পরই আতঙ্কিত যাত্রীদের সান্ত্বনা এবং প্রাথমিক সহায়তা দেয় বিমান সংস্থা।
পরে এক বিবৃতিতে ইন্ডিগো (IndiGo) জানায়, পাইলট ও ক্রু সদস্যরা জরুরি পরিস্থিতির প্রটোকল অনুসরণ করেই বিমানটি নিরাপদে অবতরণ করান। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটি আপাতত রানওয়ের পাশে রাখা হয়েছে এবং পুরোপুরি পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পর আবারও ফ্লাইটে যুক্ত করা হবে।
এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে যাত্রী ওয়াইস মাকবুল এক্সে (X) লেখেন, “আমি সেই বিমানে ছিলাম এবং বাড়ি ফিরছিলাম। এটা যেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখা—একেবারে হৃদয় কাঁপানো অভিজ্ঞতা। ঝড়ের সময় সবাই চিৎকার করছিল, অনেকেই সৃষ্টিকর্তার নাম নিচ্ছিল। সত্যিই ভয়ঙ্কর ছিল।”
এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। বিমানের আলো ঝিমঝিম করছে এবং ক্যামেরা হাতে থাকা যাত্রীর চেহারায় আতঙ্ক স্পষ্ট। অনেকেই সিটে বসে উচ্চস্বরে প্রার্থনা করছেন।
ঘটনার পরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নতুন করে আকাশপথে ভ্রমণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
We had a narrow escape from Delhi to Srinagar flight indigo. Special thanks to the captain and cabin crew. @indigo @GreaterKashmir @RisingKashmir pic.twitter.com/KQdJqJ7UJz
— I_am_aaqib (@am_aaqib) May 21, 2025