নুরুল হক নুর (Nurul Haque Nur) বলেছেন, দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে নাবালক উপদেষ্টাদের সিদ্ধান্তের কারণে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই ধারা অব্যাহত থাকলে “আরও অনেক পানির বোতল” অপেক্ষা করছে তাদের জন্য। শুক্রবার (২৩ মে) বিকালে নারায়ণগঞ্জ (Narayanganj) জেলার রূপগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদ (Gonodhikar Parishad) আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই বিপ্লব কোনো একক ব্যক্তির সাফল্য নয়। এই বিপ্লব এসেছে কৃষক, শ্রমিক, সাধারণ জনতার মিলিত প্রতিবাদ থেকে। কিন্তু এখন কিছু স্বার্থান্বেষী উপদেষ্টা এই বিপ্লবকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।” এই ধরনের ধান্দাবাজি বন্ধের আহ্বান জানিয়ে তিনি তরুণদের এসব ফাঁদ থেকে দূরে থাকার পরামর্শ দেন।
উল্লেখযোগ্যভাবে, নুর ইঙ্গিত দেন যে, উপদেষ্টা আসিফ হোসেনের হস্তক্ষেপে ইশরাক হোসেন (Ishraque Hossain)-এর শপথগ্রহণে বাধা সৃষ্টি করা হয় আদালতের রায় অমান্য করে। এই ঘটনাকে কেন্দ্র করেই ঐক্যের ভিত নড়বড়ে হয়ে উঠেছে বলে জানান তিনি।
এই অবস্থায় নুর বলেন, অভিজ্ঞ নেতৃত্ব ছাড়া অন্তর্বর্তী সরকার টেকসই হবে না। “যদি প্রধান উপদেষ্টা মনে করেন সমস্যা আছে, তবে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বসে সংলাপ শুরু করা উচিত,”—মন্তব্য করেন নুর। তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলের সমন্বয় ছাড়া অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে।”
জনগণের ওপর আস্থা রেখে তিনি ঘোষণা দেন, “দেশে আর দখলবাজি বা চাঁদাবাজি চলবে না। জনগণ ঠিক করবে ভবিষ্যতের জনপ্রতিনিধি হবেন সৎ, সাহসী ও ত্যাগী, নাকি লুটেরা ও সন্ত্রাসী।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan), মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও।