“যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে ফেলবে আওয়ামী লীগ”—হুঁশিয়ারি পার্থর

আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ রাজনীতির অভিযোগ তুলে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) (Bangladesh Jatiya Party) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (Andaleeve Rahman Partha)। তার দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার সুযোগ পেলে ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়া ব্যক্তিদের জীবন ধ্বংস করে দেবে।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে পার্থ বলেন, “যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে ফেলবে আওয়ামী লীগ। এই জন্য জাতিকে এখনই এক হতে হবে। যাতে তারা আর কখনো রাজনীতিতে ফিরতে না পারে।”

তিনি বলেন, “এই দেশের ৪-৫ কোটি মা এখন বিশ্বাস করেন—আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানরা আর বেঁচে থাকবে না। যারা মিছিলে নেমেছে, তারা সবাই জানে—ভিডিও দেখে দেখে একদিন না একদিন তাদের খুঁজে বের করে খুন করা হবে।”

আওয়ামী লীগকে রাজনীতিক দল নয় বরং ‘প্রতিশোধের সংগঠন’ বলে উল্লেখ করে পার্থ বলেন, “তারা মেধা দিয়ে নয়, প্রতিশোধ দিয়ে রাজনীতি করে। কিছুদিন পর আওয়ামী লীগের আওয়াজ নরম হবে, তারা বলবে, ‘আসেন, একসাথে কাজ করি’। কিন্তু এই ট্রাপে যেন কেউ না পড়ে।”

এ সময় তিনি বিএনপির ভূয়সী প্রশংসা করে বলেন, “গত ৯ মাসে বিএনপির মধ্যে আমি সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা দেখেছি। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

পার্থর বক্তব্যের মূল সুর ছিল—আওয়ামী লীগকে ঠেকাতে হলে শুধু দলীয় নয়, জাতীয় ঐক্য প্রয়োজন। তিনি বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু রাজনীতি নয়, জাতিগত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *