“আওয়ামী লীগ যদি ফেরে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছে তাদের জীবনও লাল করে দেবে”—এই সতর্কবার্তা দিয়েছেন আন্দালিব রহমান পার্থ (Andaleeve Rahman Partha)। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান পার্থ বলেন, “আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতির ধারক। যারা মিছিলে নেমেছে, ফেসবুকে প্রতিবাদ জানিয়েছে—তাদের ভিডিও দেখে ধরে ধরে শাস্তি দেওয়া হবে, এটাই তাদের কৌশল। ঘরে ঘরে এখন ভয় আর আতঙ্ক। ৪-৫ কোটি মা চিন্তিত—আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে সন্তানদের জীবন নিরাপদ থাকবে কি না।”
আওয়ামী লীগকে ‘মেধাবিরোধী ও প্রতিহিংসাপরায়ণ’ রাজনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করে পার্থ বলেন, “তারা কখনো মেধার রাজনীতি করেনি। তাদের রাজনীতির ভিত্তি প্রতিশোধ। আর এখন তারা বলছে, আসুন একসাথে কাজ করি। এটা ফাঁদ, মুখোশ।”
তিনি মন্তব্য করেন, “আজ তাদের মুখোশ অনেকটাই উন্মোচিত। এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে মুক্তির জন্য আজ প্রয়োজন জাতীয় ঐক্য।”
আন্দালিব পার্থ বলেন, “গত ৯ মাসে বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী জাতীয় ঐক্যের বাস্তব রূপরেখা দেখা গেছে। সব দলকে নিয়ে কাজ করার মানসিকতা বিএনপি দেখিয়েছে—এ জন্য আমি তাদের অভিনন্দন জানাই।”
এ সময় পার্থ স্পষ্ট করে দেন, “আওয়ামী লীগ যেন আর কোনো দিন রাজনীতির মাঠে ফিরে আসতে না পারে, সেজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, তাদের প্রত্যাবর্তন মানে নতুন করে ভয়, আতঙ্ক, নির্যাতন।”
এই বক্তব্যে তিনি আওয়ামী লীগকে একচ্ছত্র কর্তৃত্ব ও ভয়ভিত্তিক শাসনের প্রতীক হিসেবে উপস্থাপন করেন এবং রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।