‘মব পরিস্থিতিতে’ ভোট নয়, নির্বাচনী সংস্কার চান ডা. শফিকুর রহমান

দেশে বর্তমানে ‘মব পরিস্থিতি’ বিরাজ করছে এবং এই পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—এমনটাই মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। জামায়াতে ইসলামীর আমির হিসেবে তিনি মনে করছেন, সুষ্ঠু ভোট আয়োজন করতে হলে আগে দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি, যার জন্য প্রয়োজন ‘মৌলিক সংস্কার’।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরে এক জনসমাবেশে যোগ দিতে গিয়ে সৈয়দপুর বিমানবন্দরে নামেন ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই দেশে এখন মব পরিস্থিতি চলছে। এই অবস্থায় ভালো নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে পরিবেশ তৈরি করতে হবে। এজন্যই আমরা সংস্কারের কথা বলছি।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় মবের বিরোধী। ১৯৭২ সাল থেকেই মব রাজনীতি চলছে। কিন্তু জামায়াতের কোনো নেতাকর্মী এতে জড়িত ছিল না, আজও নেই।”

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিমানবন্দরে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের স্থানীয় জামায়াত নেতারাও।

ডা. শফিকুর রহমানের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে যখন বিভিন্ন দল নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, তখন জামায়াতের এই ‘সংস্কারের’ বার্তা ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *