এই সপ্তাহের তিন দিন আলোচনায় বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ (Dr. Ali Riaz) বলেছেন, চলমান রাজনৈতিক সংলাপে ‘বড় ধরনের অগ্রগতি’ চায় কমিশন। জাতীয় সনদ প্রণয়ন নিয়ে স্পষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার ১২তম দিনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “এ সপ্তাহে তিন দিন আলোচনা হবে। এই তিন দিনের মধ্যেই আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের চেষ্টা করছি।” তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য গঠনের অংশ হিসেবে প্রস্তাবিত ‘জাতীয় সনদ’ দ্রুত চূড়ান্ত করতে আগ্রহী কমিশন।

তার ভাষায়, “আমরা দ্রুত একটি যৌক্তিক ও বাস্তবভিত্তিক জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। ৩০ জুলাই, সর্বোচ্চ ৩১ জুলাইয়ের মধ্যে একটি কার্যকর অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়েছি।”

আজকের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পেয়েছে:
১. প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া
২. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ
৩. জরুরি অবস্থা জারির নীতিমালা

এই তিনটি ইস্যু দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে অবস্থান করছে। বিশেষ করে, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দীর্ঘস্থায়ী।

অন্যদিকে, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে স্বচ্ছতা ও সাংবিধানিক নির্ধারণ চান অনেকেই। জরুরি অবস্থা জারির নিয়মনীতি নিয়েও রয়েছে প্রশ্ন ও বিতর্ক।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব স্পর্শকাতর বিষয়ে দলগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা হবে এবং যেসব প্রস্তাব যুক্তিযুক্ত বলে বিবেচিত হবে, তা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন চলতি বছর মে মাসে গঠিত হয়। এর লক্ষ্য, বহুপক্ষীয় রাজনৈতিক উত্তেজনা কমিয়ে একটি দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজে বের করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *