শাপলা প্রতীক পেতে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP) সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)-এর সঙ্গে বৈঠক করেছে দলটির একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে পৌঁছায় প্রতিনিধিদলটি। পরে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ অন্যরা।

বৈঠকে এনসিপি তাদের আবেদনপত্রের ভিত্তিতে শাপলা প্রতীক পুনর্বহালের দাবি জানায়। সূত্র জানায়, আলোচনায় দলটি নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে ‘গভীর অসন্তোষ’ প্রকাশ করে।

প্রসঙ্গত, সম্প্রতি ইসি সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধন করে নতুনভাবে ১১৫টি নির্বাচনী প্রতীকের তালিকা তৈরি করেছে। এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ‘শাপলা’। তালিকাটি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

শাপলা প্রতীক নিয়ে রয়েছে দীর্ঘ বিতর্ক। ২২ জুন এনসিপি তাদের নিবন্ধন আবেদন জমা দেওয়ার সময় এ প্রতীক চেয়ে আবেদন করে। তারও আগে, ১৭ এপ্রিল একই প্রতীক চায় মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। ফলে দুটি দলই আলাদাভাবে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে প্রতীকটি পাওয়ার জন্য।

কিন্তু প্রতীক নিয়ে দ্বন্দ্ব এবং একাধিক দাবিদারের কারণে নির্বাচন কমিশন অবশেষে শাপলা প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এনসিপি এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক পক্ষপাতের ইঙ্গিত’ হিসেবে দেখছে এবং বলছে, প্রতীক ছাড়া নির্বাচনী প্রস্তুতি কার্যত অসম্ভব হয়ে পড়ে।

ইসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতীক বরাদ্দের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে আইনি পর্যালোচনা শেষে তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *