ছাত্রদলের লক্ষাধিক কর্মী প্রত্যাশা, নতুন রূপরেখা প্রকাশে এনসিপির সমাবেশ রবিবার

জুলাই মাসজুড়ে চলা আন্দোলনের ধারাবাহিকতায় রাজধানীর শাহবাগে বিশাল সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল (Chhatra Dal)। রবিবার (৪ আগস্ট) অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি হবে বলে আশা করছেন সংগঠনের নেতারা। একইদিন জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করছে আরেকটি গুরুত্বপূর্ণ সমাবেশ, যেখানে ঘোষিত হবে ‘নতুন বাংলাদেশের’ রূপরেখা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মেট্রো স্টেশনের নিচে মঞ্চ প্রস্তুতের কাজ চলছিল। পাশে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, যারা প্রস্তুতির তদারকিতে ব্যস্ত ছিলেন। সমাবেশ সফল করতে মেডিকেল টিম, তদারকি টিম এবং প্রচার কমিটি গঠন করা হয়েছে।

ছাত্রদলের নেতারা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও জেলা পর্যায় থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে রওনা দিয়েছেন। লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে বলেও তারা প্রত্যাশা করছেন। অংশগ্রহণকারীদের জন্য কিছু বাধ্যতামূলক নির্দেশনাও জারি করা হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির উদ্যোগে বিকেল ৪টায় শুরু হবে আরেকটি সমাবেশ। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) জানিয়েছেন, “এই সমাবেশেই আমরা নতুন বাংলাদেশের রূপরেখা ও কর্মসূচি ঘোষণা করবো। এক বছর আগে যে এক দফা ঘোষণা দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় এগিয়ে যাবো আমরা।”

এনসিপি সূত্রে জানা গেছে, রাজধানী ও আশপাশের এলাকা থেকে সমর্থকদের আনার জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছে। সমাবেশে অংশ নেবেন দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ। অংশগ্রহণকারীর সংখ্যা এক লাখ ছুঁতে পারে বলে আশা তাদের।

ছাত্রদল ও এনসিপি—দুই দলই রবিবারের সমাবেশকে দেখছে রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। কেউ ‘লক্ষাধিক উপস্থিতি’ নিশ্চিত করতে চায়, কেউ ‘নতুন রূপরেখা’ দিয়ে আগামীর বাংলাদেশকে রূপ দিতে চায়। রাজধানীজুড়ে রবিবারের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *