শাহবাগে সমাবেশ শেষে সড়ক নিজ হাতে পরিষ্কার করলেন ছাত্রদলের নেতাকর্মীরা

গণঅভ্যুত্থান দিবসের বার্ষিকী উপলক্ষে শাহবাগে অনুষ্ঠিত হয় ছাত্রদলের একটি রাজনৈতিক সমাবেশ। কিন্তু সমাবেশ শেষে যে চিত্র ধরা পড়ে, তা সাধারণ রাজনৈতিক সভার চেয়ে একেবারে ভিন্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা শুধু বক্তৃতা-স্লোগানেই সীমাবদ্ধ থাকেননি, সমাবেশ শেষে নিজেরাই ঝাঁটা হাতে তুলে নেন সড়ক পরিষ্কারে।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড় এবং তার আশপাশের এলাকায় দেখা যায়, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পানির বোতল, খাবারের প্যাকেট, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য নিজেরাই পরিষ্কার করছেন। অনেকেই স্লোগান বাদ দিয়ে ময়লা কুড়াতে ব্যস্ত।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব আগেই নির্দেশনা দিয়েছিলেন—সমাবেশ শেষে যেন সড়ক পরিপাটি করে ফেলা হয়। সেই নির্দেশ মেনে চলেছেন সবাই। একজন নেতাকর্মী বলেন, “আমরা সমাবেশে এসেছি দেশের পরিবর্তনের ডাক নিয়ে। কিন্তু নিজের চারপাশ যদি নোংরা রাখি, তাহলে সে ডাক কি বিশ্বাসযোগ্য হয়?”

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালেহ মো. আদনান এ প্রসঙ্গে বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজ আমাদের সমাবেশ ছিল, তাই অনেকেই ইচ্ছায়-অনিচ্ছায় ময়লা ফেলেছেন। কিন্তু এটা তো আমাদের জায়গা, এটা আমাদের শহর। কাজেই পরিষ্কার করাটা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমরা যেমন শাহবাগের রাস্তাগুলো পরিষ্কার করছি, তেমনি ভবিষ্যতে এই দেশ থেকেও দুর্নীতি, অন্যায় আর অশান্তি দূর করে একটি সুন্দর, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এই উদ্যোগ দেখে পথচারীদের অনেকেই প্রশংসা করেছেন ছাত্রদলের এমন দৃষ্টান্তমূলক আচরণের। রাজনৈতিক মতভেদ থাকলেও অনেকেই বলেন, রাজনীতিতে যদি এমন সচেতনতা ও শৃঙ্খলা বজায় থাকে, তাহলে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *