হঠাৎ জামায়াতকে ধন্যবাদ জানালেন নুর

রাজধানীর পল্টনে ফ্যাসিবাদের দোসরদের দমনে ভূমিকা রাখার জন্য জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নেতাদের ধন্যবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর সভাপতি ও ডাকসু (DUCSU)-এর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘পল্টনে আজকে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে, তাদের বিরুদ্ধেই আমাদের ঐক্য গড়ে উঠবে।’

জানা গেছে, অনুমতি ছাড়াই আজ বিকেলে রাজধানীর কাকরাইলে এক সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি (Jatiya Party)। তবে পুলিশি বাধার মুখে সেই সমাবেশ ভণ্ডুল হয়ে যায়। সমাবেশে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “এটি ছিল একটি শান্তিপূর্ণ ও সংক্ষিপ্ত সমাবেশ। সম্পূর্ণ অযৌক্তিকভাবে পুলিশ আমাদের কর্মসূচি পণ্ড করে দিয়েছে।”
অন্যদিকে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টি আমাদের কাছে অনুমতির আবেদন করেছিল, কিন্তু তা গৃহীত হয়নি। রাস্তা দখল করে সমাবেশ করার অনুমতি আমরা দিতে পারি না।”

এদিকে, এদিন সন্ধ্যার দিকে রাজধানীর পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের একটি দল মিছিল ও বিক্ষোভ করে। এ সময় তারা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য দেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *