জামায়াতের কার্যক্রম এরশাদের মতো: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ (Hannan Masud) জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং অবস্থান জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এরশাদের মতোই দোদুল্যমান। সময় টেলিভিশনের এক সাম্প্রতিক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং অনুষ্ঠান শুরুর দিন সকালেও জামায়াত বলেছিল, তারা অনুষ্ঠানে অংশ নেবে কিন্তু স্বাক্ষর করবে না। তারা চায় পিআর ছাড়া স্বাক্ষর হবে না। এমন দ্বিধাদ্বন্দ্বপূর্ণ বক্তব্য আমরা একসময় এরশাদের মুখেও শুনেছি।”

হান্নান মাসউদ ২০১৪ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, “সেবার এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, দুপুরে মত পাল্টাতেন, আবার রাতে বলতেন যাব। জামায়াত এখন সেই পুরনো পথেই হাঁটছে। তাদের কথায় যেমন মিল নেই, কাজেও নেই।”

এনসিপির জ্যেষ্ঠ নেতা জানান, স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ নিয়ে তারা কোনো নির্ভরতা রাখেননি। কারণ, তাদের দাবির সঙ্গে এনসিপির দাবির মিল ছিল না। কেবল আইনি ভিত্তির প্রশ্নে কিছুটা সাযুজ্য থাকলেও, দৃষ্টিভঙ্গিতে ছিল বিস্তর ফারাক। হান্নান মাসউদ বলেন, “আমরা কোনো গোপন নির্দেশ চাই না। আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে প্রকাশ্য ঘোষণা চাই। এই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।”

তিনি আরও বলেন, “১০৬ ধারা অনুযায়ী তারা যেভাবে রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছে নির্দেশনা চাইছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ, ওই আদেশের মাধ্যমে গণভোটের পথে যাওয়া যায় না। আমরা এই প্রক্রিয়া মেনে নিতে পারি না।”

বিএনপির অবস্থান নিয়েও তিনি কিছুটা সমালোচনা করেন। জানান, স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন বিএনপির পক্ষ থেকে সরকারের ক্ষমতায় থাকা সংক্রান্ত কিছু প্রস্তাব বা নির্দেশনা এসেছিল, কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়নি। ফলে, এরকম অস্পষ্ট ও দোদুল্যমান রাজনৈতিক কার্যক্রমের ভিত্তিতে কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলেই মন্তব্য করেন তিনি।

জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার সমালোচনায় হান্নান মাসউদ জোর দিয়ে বলেন, “রাজনৈতিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *