ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের তথ্য ‘ভুল’, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের যে তথ্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ‘সঠিক নয়’ বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন (M Touhid Hossain)। তিনি বলেছেন, “শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে কেবল একটি চুক্তিই বাতিল করা হয়েছিল।”

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাখ্যা দেন তিনি।

সাংবাদিকরা জানতে চান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) ফেসবুকে দাবি করেছেন যে, শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “যে তালিকাটি এসেছে, সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন। হয়তো এটা তিনি না করলেও পারতেন। তবে ওই তালিকাটি সঠিক নয়। এর অধিকাংশ চুক্তিই বাস্তবে অস্তিত্বহীন। শুধু একটি চুক্তিই বাতিল হয়েছে—সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।”

তিনি আরও জানান, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি ও প্রকল্প বর্তমানে পর্যালোচনার পর্যায়ে রয়েছে, তবে বাতিলের খবর সঠিক নয়।

উল্লেখ্য, সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি বাতিল হয়েছে এবং আরও কিছু প্রকল্প বাতিলের বিবেচনায় রয়েছে।

তিনি ভারতের সঙ্গে বাতিল বা বিবেচনাধীন বলে দাবি করা প্রকল্প ও চুক্তির একটি তালিকাও প্রকাশ করেন। তালিকায় ছিল—ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ–আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট–শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়, এসব প্রকল্পের অধিকাংশই বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি, ফলে ‘বাতিল’ হিসেবে গণ্য হওয়ার প্রশ্নই আসে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *