প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে বুধবার যমুনায় যাচ্ছে জামায়াত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপি (BNP)-এর তিন সদস্যের প্রতিনিধিদল তাঁর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।

আগামীকাল বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)। দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (Dr. Syed Abdullah Mohammad Taher)-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক স্থিতিশীলতা এবং নির্বাচন-পূর্ব রাজনৈতিক সংলাপের বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *