চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয় দখলে নিলো এনসিপি

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-এর উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতা ও তাঁর নেতৃত্বে থাকা একদল তরুণ। আজ মঙ্গলবার দুপুরে নগরের নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত ওই কার্যালয়টি দখল করেন তাঁরা।

দখল অভিযানে নেতৃত্ব দেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। তাঁর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সাবেক সমন্বয়ক ও কর্মী উপস্থিত ছিলেন।

এই দখল অভিযানের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, একদল তরুণ দোস্ত বিল্ডিংয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। ঘটনাস্থলে আরিফ মঈনুদ্দিনসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতি দেখা গেছে।

নগরের ঐ দোস্ত বিল্ডিং রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে বহুদিন ধরে আলোচনায় রয়েছে। এখানে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় ভবনটি এক দফা ভাঙচুরের মুখে পড়ে। এরপর থেকে ভবনটি তালাবদ্ধ অবস্থায় ছিল বলে জানা যায়।

তবে এনসিপির নেতা আরিফ মঈনুদ্দিন দাবি করেছেন, ভবনটি নিষিদ্ধ ঘোষণার পরও রাতের আঁধারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে নিয়মিত বৈঠক করতেন। তিনি বলেন, “আমরা খবর পাই, ভবনটিতে রাতে আওয়ামী লীগের কার্যক্রম চলত। তাই আজ আমরা সেখানে যাই। নিরাপত্তাপ্রহরীর কাছে জানতে চাই রাতে কারা আসেন, কিন্তু তিনি অস্বীকার করেন। এরপর আমরা তালা ভেঙে ভেতরে ঢুকে কিছু প্রমাণ পাই। তাই ভবনটি এখন আমরা তালাবদ্ধ রেখেছি এবং আগামী দুই দিন পর্যবেক্ষণে রাখব।”

আরিফ আরও জানান, ভবনটি আসলে একাত্তরের পর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে পড়ে ছিল। “বিহারিরা মুক্তিযুদ্ধের পর এটি ছেড়ে চলে যায়। বর্তমানে ভবনটিতে আওয়ামী লীগ ছাড়া বিএনপিসহ আরও কয়েকটি দলের অফিস রয়েছে,” বলেন তিনি।

অন্যদিকে, আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখলের ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি বলে জানিয়েছেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *