গণভোট প্রস্তাব মামার বাড়ির আবদার নয়, স্পষ্টতা চাই: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) বলেছেন, আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব যেন ‘মামার বাড়ির আবদার’-এর মতো মনে না হয়। তিনি মনে করেন, যদি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট গ্রহণ করা যায়, তাহলে একদিকে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমও সহজতর হবে। তবে গণভোটের বিষয়বস্তু নিয়ে জনগণের কাছে স্বচ্ছ ব্যাখ্যা থাকা জরুরি বলে মত দেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, “গণভোটের বিষয়গুলো আরও স্পষ্ট করতে হবে— কোন কোন সংস্কার আনা হবে, জনগণকে তা জানাতে হবে।”

একই সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যারা অপরাধে জড়িত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তার মতে, “গণতান্ত্রিক রূপান্তরের এই পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।”

বিএনপির এই নেতা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জয় পাওয়া মানেই যে জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত—এ ধারণা ভুল। তিনি সতর্ক করে বলেন, “সব পেয়ে গেছি—এমন আত্মতুষ্টি জামায়াতে ইসলামী কিংবা অন্য কোনো দলের জন্য আত্মঘাতী হতে পারে।”

রিজভী আরও বলেন, “নির্বাচন কোনো দলের অধীনে নয়, সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়। তাই এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় নেই। বরং অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব—এমন বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠছে।”

গণভোট প্রস্তাব বিষয়ে তার বক্তব্যে স্পষ্টতা ছিল—“যতই যুক্তিসঙ্গত হোক, গণভোটের আগে জনগণকে জানাতে হবে কোন কোন বিষয়ে জনমত নেওয়া হবে।” দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “যে কোনো উসকানিতে সংযম ও ধৈর্য বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচি ও আইনসঙ্গত আন্দোলনের পথেই আমাদের এগোতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *