সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-২ আসনে ধানের শীষে লড়বেন ইলিয়াসপত্নী লুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি (BNP)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ নামগুলোর একটি হলো সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা (Tahsina Rushdir Luna)। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী (M. Ilias Ali)-এর স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার এক যুগ পর তারই নির্বাচনী এলাকায় এবার প্রার্থী হচ্ছেন লুনা, যা সিলেটের রাজনীতিতে এক আবেগঘন এবং প্রতীকী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য এই আসনে আলোচনায় ছিলেন তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পরে এই আসনে মনোনয়ন পেতে পারেন হুমায়ুন কবির, যা নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ অসন্তোষ দেখা দেয়।

এছাড়াও সিলেটের অন্যান্য আসনে যারা প্রার্থী হয়েছেন, তারা হলেন:
সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা)
সিলেট-৩: এম এ মালিক (বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি)
সিলেট-৬:** এমরান আহমদ চৌধুরী (সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক)

ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে যাচ্ছি। প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থিতার ক্ষেত্রে আমরা সমন্বয় করবো।”

তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা নিয়ে ইতোমধ্যেই দলের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মনে করছেন, ইলিয়াস আলীর স্মৃতি ও অনুপস্থিতির বাস্তবতাকে সামনে রেখে এই মনোনয়ন সিলেট-২ আসনে প্রতীকী শক্তির মতো কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *