ধর্ম রাজনীতির হাতিয়ার নয়, সবাইকে তা বোঝাতে হবে: বেগম সেলিমা রহমান

বেগম সেলিমা রহমান (Begum Selima Rahman), বিএনপি (BNP)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক, বলেছেন—“আমরা প্রত্যেকে ধর্মপ্রাণ, কিন্তু ধর্মকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এটি সবাইকে বুঝাতে হবে।”

শনিবার দুপুরে নগরীর এক অভিজাত হোটেলে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রান্তিক এলাকার নারী জনপ্রতিনিধিদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “নারীরাই আমাদের নির্বাচনের অন্যতম চালিকা শক্তি।”

অনুষ্ঠানে ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপু রায় চৌধুরী-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য নইমা খন্দকার প্রমুখ।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেগম সেলিমা রহমান বলেন, গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী (Ilias Ali)সহ অন্যান্য নেতাকর্মীদের বিষয়ে গঠিত গুম কমিশনের কাজ সঠিকভাবে হচ্ছে না। তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যেসব পরিবারের সদস্যরা গুম হয়েছেন, তারা সবাই অভিযোগ দিয়েছেন। যদি কমিশন সঠিকভাবে কাজ করত, তবে আমাদের নেতাকর্মীদের বিষয়ে কোনো না কোনো সিদ্ধান্তে পৌঁছানো যেত।”

ঐক্যমত প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “যারা ঐক্যমতের নামে বসেছেন, তারা গুণিজন হলেও এই দেশের কেউ নন। সংবিধান সম্পর্কে তাদের ধারণাও সীমিত। ঐক্যমতের বিষয়টি নিয়ে সরকার পুরো জাতির সঙ্গে খেলা করছে।”

তিনি আরও বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল, তবে আগামীর নির্বাচনের আগে কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত। “আমরা এসব ষড়যন্ত্র জনগণের সামনে তুলে ধরছি,” মন্তব্য করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, “নির্বাচন হবে, তবে সংস্কার ও গণভোট ইস্যুতে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে।”

বেগম সেলিমা রহমান আরও বলেন, “বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরও দেশ ছাড়েননি। তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *