সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত নির্বাচনি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও ‘জাহিদ টকস’ ইউটিউব চ্যানেলের উপস্থাপক ডা. জাহিদ উর রহমান (Dr. Zahidur Rahman)। তিনি অভিযোগ করেন, জামায়াত নেতাদের কণ্ঠে এখন শেখ হাসিনার মতো ‘ফ্যাসিস্ট’ সুর শোনা যাচ্ছে, তবে তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।
ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক পর্যালোচনায় ডা. জাহিদ বলেন, “হাসিনার কিছুটা হলেও লজ্জা রয়েছে; কিন্তু জামায়াত নেতারা তা-ও রাখে না। তারা যে কতটা হিংস্র ও ফ্যাসিস্ট—ক্ষমতায় যাওয়ার আগেই তার প্রমাণ দিচ্ছে।”
তিনি আরও বলেন, “অনেকে বলে থাকেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে তো ক্ষমতায় দেখেছি, এবার জামায়াতকে ভোট দিয়ে দেখুন। জামায়াত এই ‘ন্যারেটিভ মার্কেটিং’-এর পথেই হাঁটছে। কিন্তু তাদের নেতাদের হুমকিসুলভ ও কর্তৃত্ববাদী আচরণেই বোঝা যাচ্ছে, ক্ষমতায় গেলে কী ধরনের শাসন তারা কায়েম করবে।”
জাহিদ টকসে জামায়াতের বর্তমান রাজনৈতিক ভাষ্যকে ‘ধারাবাহিক প্রতিপক্ষদমনমূলক’ বলে অভিহিত করে ডা. জাহিদ বলেন, “রাজনৈতিক স্বার্থে তারা মাঝে মাঝে নম্র আচরণ করে ঠিকই; কিন্তু ভিন্নমতের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।”
তিনি জানান, জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা ভিডিও প্রকাশের পর তাকে গালিগালাজ করছে। “তাদের ভাষা এতটাই কুরুচিপূর্ণ যে, তা মানুষের মুখের ভাষা হতে পারে না। মুখ দিয়ে যেন বিষ্ঠা ছড়িয়ে দেয়,”—বলেন তিনি।
নিজের কলেজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “শিবির কী জিনিস, তা আমি নিজের চোখে দেখেছি। যারা একসময় জামায়াত-শিবির করতেন এবং এখন সেখান থেকে বেরিয়ে এসেছেন, তারাও জানিয়েছেন—দলটির নেতৃত্বে কত অসহিষ্ণু ও হিংস্র আচরণ রয়েছে।”
ডা. জাহিদ মনে করেন, শাহজাহান চৌধুরীর বক্তব্যে জামায়াতের আসল রূপ উন্মোচিত হয়েছে। “এখন সময় এসেছে সবাই মিলে জামায়াতের রাজনীতি নিয়ে সচেতন হওয়ার”—বলে মন্তব্য করেন তিনি।


