ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত মনোনীত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলাময়ের মনোনীত প্রার্থী শিশির মনির (Shishir Monir)-এর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত এই অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)।

রোববার (৭ ডিসেম্বর) আইনজীবী রিদওয়ান হোসেন রবিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। একই অভিযোগে ‘ডিএসএন’ নামে একটি ইউটিউব চ্যানেলকেও আসামি করা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মুসলিম, এবং ইসলামের অনুসারীদের কাছে ধর্মীয় বিশ্বাস—বিশেষত রোজা, আল্লাহর ধারণা ও আনুগত্য—অত্যন্ত স্পর্শকাতর। ইসলামী বিশ্বাস অনুযায়ী, ‘আল্লাহর কোনো আকৃতি নেই; আর সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্যই ধর্মপ্রাণ মুসলিমরা রোজা পালন করেন, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন’—এমন বিশ্বাস সমাজে গড়ে উঠেছে।

অভিযোগে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর রূপ বা আকৃতি নির্ধারণ করে পূজা করলেও, মুসলিম ধর্মাবলম্বীরা রোজাকে ঐ পূজার সঙ্গে তুলনা করাকে অসম্মানজনক এবং উদ্বেগজনক মনে করেন। তাই রোজা-পূজাকে একসঙ্গে উপমা হিসেবে ব্যবহার করায় মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে প্রত্যক্ষ আঘাত পৌঁছেছে বলে নথিতে অভিযোগ করা হয়।

আরও বলা হয়, কিছুদিন আগে শিশির মনির ইচ্ছাকৃতভাবে ‘ডিএসএন’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোজা এবং পূজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর মুসলিম জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মামলাকারীর দাবি, এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *