গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে প্রহলাদপুর ইউনিয়নে এক বিশাল যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। নতুন আগতদের ফুল দিয়ে বরণ করে নেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু নিজেই।
প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাইজুদ্দিন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি (Shripur Upazila BNP)-র আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, যুগ্ম আহ্বায়ক মোছলেম উদ্দিন মৃধা, আবু জাফর সরকার ও মোক্তারুল করিম মণ্ডল শামীম। অনুষ্ঠানে আরও অংশ নেন প্রহলাদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।
যোগদান অনুষ্ঠান শেষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা।
এই আয়োজন শুধু একটি যোগদান অনুষ্ঠান ছিল না; এটি ছিল বিএনপির রাজনৈতিক প্রাসঙ্গিকতা ও মাঠে তাদের সক্রিয় উপস্থিতির প্রমাণ। গাজীপুর-৩ আসনে এভাবে মাঠে মানুষের সমর্থন পাওয়াকে বিএনপি নেতারা আগাম নির্বাচনী বার্তা হিসেবেই দেখছেন।


