আজ ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (AMM Nasir Uddin)-এর ভাষণ রেকর্ড করে রাখা হয়েছে, যা থেকে আজকের ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিব আখাতার আহমেদ (Akhtar Ahmed) জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনশ’ আসনের পূর্ণ তফসিল ঘোষণা করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বিস্তারিত

এর আগেই বুধবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের একটি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (Mohammad Shahabuddin)-এর সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠক শেষে সচিব আখাতার আহমেদ সাংবাদিকদের জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট আয়োজনের কাঠামো, ব্যালটের রঙ—এসব বিষয় রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এ সময় ভোটের সময় বৃদ্ধি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয় এবং তিনি তাতে সন্তোষ প্রকাশ করেন।

সচিব আরও জানান, বৈঠকে ভোটার তালিকা সংশোধন ও সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তুতি—এসব বিষয়ে সিইসি রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার, ইসির সার্বিক প্রস্তুতি এবং ভোট কার্যক্রম নির্বিঘ্ন করতে সময় বাড়ানোর প্রয়োজনীয়তাও সভায় তুলে ধরা হয়।

ভোটার সংখ্যা ও কেন্দ্রের প্রস্তুতি

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই বিপুলসংখ্যক ভোটারের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র ইতোমধ্যেই চূড়ান্ত করে রাখা হয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট পরিচালনায় সময় সাশ্রয়ের জন্য একই কক্ষে দুটি গোপন বুথ রাখার সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *