“নির্বাচন সহজ হবে না”—বিএনপিকে সতর্ক করলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারেক রহমান (Tarique Rahman) তাঁর দল বিএনপি (BNP)-কে সতর্ক করে বলেছেন, এই নির্বাচন সহজ হবে না। সঠিক প্রস্তুতি না নিলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চরম হুমকির মুখে পড়তে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তিনি যুক্ত হন ভার্চুয়ালি এবং প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন।

তারেক রহমান বলেন, “আগামী নির্বাচন সহজ নয়। অনেকেই এই কথা হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন তারাই সেটা অনুধাবন করতে পারছেন।” তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সাবধান না হলে শুধু বিএনপি নয়, পুরো দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।”

তিনি আরও বলেন, “আমাদের পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে না পারলে, অন্যরা বিভ্রান্তিকর প্রচারণার সুযোগ নেবে।”

‘ধানের শীষের’ পক্ষে জনসমর্থন আদায়ে নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে নামার আহ্বান জানান তারেক রহমান। তাঁর ভাষ্য, “গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এখনই সবাইকে প্রস্তুত হতে হবে। দলীয় স্বার্থ নয়, দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে।”

তিনি বলেন, বিএনপির পরিকল্পনা হাতে নিয়ে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে। জনগণের সঙ্গে এই পরিকল্পনার সংযোগ না ঘটাতে পারলে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা দুর্বল হয়ে পড়বে।

এর আগে একই দিনে সন্ধ্যায় নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন (AMM Nasir Uddin) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত ভাষণে জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

এই প্রেক্ষাপটে বিএনপি শিবির থেকে আসা তারেক রহমানের বক্তব্য দলের মধ্যে নতুন করে কৌশল ও প্রস্তুতির তাগিদ জাগাতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *