আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট ফেজ-২’, আওয়ামী লীগের ৬ নেতা আটক

লালমনিরহাটের পাটগ্রাম (Patgram) উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনের লক্ষ্য নিয়ে সারা দেশের মতো ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। এ অভিযানে আওয়ামী লীগ (Awami League)-এর ৬ নেতাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন— উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. আজিবুল ইসলাম (৪২), বুড়িমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রাসেল ইসলাম (৫২), দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৫০), জোংড়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেব আলী (৪৪), জগতবেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাবিউল ইসলাম এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুলের আস্থাভাজন হিসেবে পরিচিত ‘বাঙালি আনা’ হোটেলের স্বত্বাধিকারী সুজন ইসলাম। আটককৃত সবাই পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও জানা যায়, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক (Nazmul Haque)-এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে সোমবার রাতে ৩ জন, মঙ্গলবার রাতে ২ জন এবং বুধবার সকালে ১ জনকে আটক করা হয়। পরে তাদের সবাইকে লালমনিরহাট (Lalmonirhat) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *