শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন আ. লীগ নেতা

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন মো. আনোয়ার হোসেন মিয়া নামের এক আওয়ামী লীগ।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে এক উঠান বৈঠকে অংশ নেন শামা ওবায়েদ। ওই বৈঠকেই বিএনপিতে যোগ দেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা।

২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণার কাজে সালথায় যান শামা ওবায়েদ। তখন তার গাড়ি ভাঙচুর করা হয়। ওই গাড়ি ভাঙচুরের মামলার ১২ নম্বর আসামি আনোয়ার হোসেন। তিনি এখন জামিনে আছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

বিএনপিতে যোগদানের পর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমি নির্যাতিত ছিলাম। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। তাই এখন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগদান করেছি।’

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *