বাংলাদেশ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট (State Department) এর নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ (Bangladesh) প্রসঙ্গ। সোমবার স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন তোলেন এক সাংবাদিক।
প্রশ্নে বাংলাদেশের ইসলামী চরমপন্থার উত্থান, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ উল্লেখ করা হয়। তবে এসব প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস (Tammy Bruce) কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
কূটনৈতিক সমাধানের ওপর জোর
ট্যামি ব্রুস বলেন, “আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, তা মূলত অন্যান্য দেশগুলো কীভাবে পরিচালিত হয় এবং আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে কী প্রত্যাশা করি, তা নিয়ে। যদি আমরা তাদের বন্ধু হিসেবে বিবেচনা করি, তাহলে এর সমাধান হচ্ছে কূটনৈতিক আলোচনা।”
তিনি আরও বলেন, “আমাদের প্রশাসন (Our Administration) এবং পররাষ্ট্রমন্ত্রী (Secretary of State) কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
মানবাধিকার ও ন্যায্য আচরণের গুরুত্ব
ট্যামি ব্রুস বলেন, “আমাদের প্রেসিডেন্ট (Our President) বিশ্বজুড়ে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সংলাপে বিশ্বাসী এবং তিনি মানবাধিকারকে গুরুত্ব সহকারে দেখেন। আমরা আশা করি, বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও এটি বজায় থাকবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেক জাতির জন্য মানবাধিকার, নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং ন্যায্য আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”