নাটোর (Natore) জেলা প্রশাসকের পুরাতন বাংলোর বাগানে পুঁতে রাখা বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধারে অভিযান চালাচ্ছে প্রশাসন। সেনাবাহিনী (Bangladesh Army), পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গর্ত খুঁড়ে ব্যালট পেপার উদ্ধার করা হচ্ছে।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা ৩৮ মিনিট পর্যন্ত উদ্ধারকৃত ব্যালটের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ বস্তা। ধারণা করা হচ্ছে, সেখানে মোট ১০০ বস্তা ব্যালট পেপার মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।
অস্ত্র উদ্ধার অভিযান থেকে ব্যালট পেপারের সন্ধান
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কান্দিভিটা এলাকার পুরাতন বাসভবন ও পুরাতন থানার মাঝখানে তালাব পুকুর থেকে শুক্রবার বিকেলে অস্ত্র উদ্ধার করা হয়। এরপর সেখানে আরও অস্ত্র আছে কি না, তা খতিয়ে দেখতে পুকুরের পানি সেচার কাজ শুরু হয়।
এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (NSI) সদস্যরা জেলা প্রশাসকের বাংলোর বাঁশ বাগানে মাটির নিচে পুঁতে রাখা ব্যালট পেপারের সন্ধান পান। পরে বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে শনিবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।
প্রশাসনের বক্তব্য
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, ২০২৪ সালের সংসদ নির্বাচনের ব্যালট পেপারগুলো প্রথমে ট্রেজারিতে রাখা হয়েছিল। পরে উপজেলা নির্বাচন শুরু হলে সেগুলো জেলা প্রশাসকের পুরাতন বাসভবনে সরিয়ে নেওয়া হয়। তবে কীভাবে সেগুলো সেখানে মাটিচাপা পড়ল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
জেলা প্রশাসক (Asma Shaheen) জানান, তিনি সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন এবং এ বিষয়ে পূর্বে কোনো ধারণা ছিল না। বিষয়টি জানার পর তিনি নাটোর থানা (Natore Police Station) কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
শনিবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে গর্ত খুঁড়ে ব্যালট পেপার উদ্ধার কাজ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।