শহীদদের তালিকা তৈরি না হওয়া নিয়ে প্রশ্ন তুললেন আমান আজমী
জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-র সাবেক আমির প্রয়াত গোলাম আজম (Ghulam Azam)-এর মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমী (Abdullahil Amaan Azmi) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রশ্ন তুলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের নামের তালিকা কেন তৈরি করা হয়নি?
৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য
ফেসবুক পোস্টে আমান আজমী লিখেছেন, “২৫শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের নাম আমাদের ইতিহাসে উল্লেখ থাকা উচিত ছিল না? তা না করে একটা আজগুবি ৩০ লাখের বয়ান দিয়ে শহীদদের অপমান করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “৩০ হাজার হত্যা হলেও সেটি গণহত্যাই। কিন্তু ৩০ লাখ বলে অবিশ্বাস্য সংখ্যা প্রচার করে এটিকে বিতর্কিত করার প্রয়োজন কী?”
ইসরায়েল-গাজার পরিস্থিতির তুলনা
ফেসবুক পোস্টে তিনি ইসরায়েল-গাজার বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৭১ সালের শহীদ সংখ্যা তুলনা করে বলেন, “ইসরায়েল গত ১৮ মাস ধরে গাজার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় দিনরাত বোমা বর্ষণ করছে। পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও শহীদের সংখ্যা ১ লাখেরও কম।”
সরকারের প্রতি আহ্বান
পোস্টের শেষ অংশে আমান আজমী সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, **”এখনো সময় আছে, সত্যিকারের শহীদদের নামের তালিকা তৈরি করুন এবং তাঁদের যথাযথ সম্মান জানান।”